ধন্যি মেয়েদের অধ্যাবসায়, ত্রাণ শিবিরেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধন্যি মেয়েদের অধ্যাবসায়। বন্যায় সব ভেসে গিয়েছে, ঘরদোর নিশ্চিহ্ন। তবু দুএকটা বই যা রক্ষা পেয়েছে, তা নিয়েই জলঢাকা নদীর পাড়ে বাঁধের উপর ত্রাণ শিবিরে পলিথিনের ছাউনির নীচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।এদের মধ্যে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা শিক্ষিকা। পরীক্ষার আর খুব বেশি বাকি নেই। তাই জল থেকে যতটুকু যা বাঁচানো গিয়েছে, সেটা দিয়েই ভাগাভাগি করে চলছে পড়াশোনা।অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা কীভাবে দেবে, তা নিয়ে চিন্তায় পড়েছে নগেন্দ্রনাথ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুজয় রায়। বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে তাঁর সব বইও। ফলে মাধ্যমিক পরীক্ষা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে ময়নাগুড়ির এই ছাত্র।