নৈহাটি স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা, পাকড়াও চার
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি স্টেশনে ৭৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চার জন। ধৃত ৪ জনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। তারা কোচবিহার থেকে গাজা নিয়ে নিউ ব্যারাকপুর আসছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গৌড় এক্সপ্রেস থেকে নৈহাটি স্টেশনে নামে ধৃতরা। সেখানে তারা একটি লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় জিআরপি এবং আরপিএফ এর জওয়ানরা চারজনকেই আটক করে। এরপরই তাদের কাছ থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।