নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদমে ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হল নিখোঁজ কিশোরের দেহ। মঙ্গলবার বন্ধুর জন্মদিনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এর প্রায় দু’দিনের মাথায় কিশোরের দেহ উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, এদিন বেলায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ওই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।মৃতের পরিবারের অভিযোগ, এটি খুনের ঘটনা। মঙ্গলবার বন্ধুর জন্মদিনে যাচ্ছি বলে ওই কিশোর বাড়ি থেকে বেরিয়েছিল। বুধবার থেকে ওই কিশোরের মোবাইল ফোনে সাড়া মেলেনি। মোবাইল সুইচড অফ ছিল। এদিন ডাম্পিং গ্রাউন্ডে তাকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা ও অন্যান্য জায়গায় কিছু ক্ষত চিহ্ন রয়েছে। যা দেখে পরিবারের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে দেহ ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়েছে।