• হরিপাল থেকে ৫১৫ কেজি অবৈধ শব্দবাজি সহ গ্রেপ্তার ৪
    দৈনিক স্টেটসম্যান | ০৯ অক্টোবর ২০২৫
  • ৫১৫ কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করল হুগলি জেলার হরিপাল থানার পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম – দীপঙ্কর বাস্কে, অরূপ দাস, বাবলু বাউরি, মতি বাউরি। হুগলি গ্রামীণ পুলিশের তারকেশ্বর সিআই প্রশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালানো হয়। তাতেই এই বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছিল। আগামীতেও অভিযান চলবে।’

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপাল থানা এলাকার মালাপাড়া এলাকার একটি বালিকা বিদ্যালয়ের পাশে ওই বাজিগুলি রাখা ছিল বলে খবর পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ। আর কয়েকদিন পরই কালীপুজো। প্রতি বছরও এই সময় শহর ও শহরতলী এলাকায় প্রচুর শব্দ বাজানো ফাটানো হয়। পুলিশের কাছেও অনেক অভিযোগ আসে। পুলিশ সূত্রে খবর, উৎসবের মরশুমে বিশেষ করে দীপাবলির আগে এই ধরনের অভিযান চলবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)