দুটি হাতির লড়াইয়ে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ
দৈনিক স্টেটসম্যান | ০৯ অক্টোবর ২০২৫
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কুড়াজুড়ি এলাকায় রাস্তার উপর দুটি হাতির লড়াই দেখে স্তম্ভিত এলাকার বাসিন্দারা, যার ফলে পিড়াকাটা গোয়ালতোড় রাস্তায় প্রায় দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই দুটি হাতির লড়াই দেখতে বহু মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বনদপ্তরকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা। তাঁরা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণের চেষ্টায় ওই দুটি হাতিকে লড়াই থেকে বিরত করেন এবং স্থানীয় জঙ্গলের দিকে পাঠান বনদপ্তরের কর্মীরা। তবে একটি হাতি একটি গাছ ভেঙে রাস্তার উপর ফেলে দিয়ে সে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করে।
হাতির পথ অবরোধের ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বনদপ্তরের কর্মীরা ওই দুটি হাতিকে জঙ্গলে পাঠানোর পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। তবে প্রকাশ্য দিবালোকে যেভাবে দুটি হাতি রাস্তার ওপর এলাকা দখলের জন্য লড়াই করছে, তা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধ্যার সময় জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে এবং জঙ্গলের ভেতরে যেতেও নিষেধ করা হয়েছে।