প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো! বেঙ্গালুরুতে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে দায়ের এফআইআর
প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। এই পরিস্থিতিতে আরও অস্বস্তি বাড়ল তাঁর। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় আইনজীবী রাকেশের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
সোমবার নাটকীয় ওই ঘটনার পর অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শীর্ষ আদালত থেকে কোনও রকম অভিযোগ না পাওয়ার কারণে তাঁকে ছেড়ে দিতে হয় বলে জানিয়েছিল পুলিশ। কিন্তু এবার বেঙ্গালুরুতে তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, যিনি অভিযোগ করেছেন তিনিও একজন আইনজীবী। তাঁর মতে, এই ঘটনার ফলে বিচার ব্যবস্থার মর্জাদা ক্ষুণ্ণ হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ এবং ১৩৩ ধারায় আইনজীবী রাকেশের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ রুজু হয়েছে। প্রসঙ্গত, যে সমস্ত এফআইআর অন্য থানায় স্থানান্তরযোগ্য সেগুলিকেই বলে ‘জিরো এফআইআর’।
সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের।
সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, “প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকে সম্মান করেন।