• সুইসাইড নোটে নাম থাকার পরও হয়নি FIR! বিজেপিশাসিত হরিয়ানায় পুলিশকর্তার মৃত্যু ঘিরে বিতর্ক
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা পুরন কুমারের সুইসাইড নোটে ১২ জন পুলিশ আধিকারিকের নাম পাওয়া গিয়েছে। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী অমনীত কুমার। তিনি নিজেও একজন সিনিয়র আইএএস অফিসার। কিন্তু এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। এমনই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে চিঠি লিখলেন তিনি।

    হরিয়ানার ADGP নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী হন। পরে পুলিশ তাঁর পকেটে ভাঁজ করে রাখা সুইসাইড নোট উদ্ধার করে। দেখা যায় সেখানে রয়েছে এক প্রাক্তন ডিজিপি, ৭-৮ জন আইপিএস অফিসার ও ২ আইএএস অফিসারের নাম। জানা গিয়েছে, নোটটিতে তাঁর সমস্ত সম্পত্তি তাঁর স্ত্রীর নামে দান করার একটি উইল অন্তর্ভুক্ত রয়েছে। আর সেই সঙ্গেই বছরের পর বছর ধরে হয়রানি, বৈষম্য এবং প্রশাসনিক পক্ষপাত নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি।

    এই পরিস্থিতিতে অমনীত লিখেছেন, ‘কোনও ব্যবস্থা না নেওয়ার কারণ হল, হরিয়ানা পুলিশ এবং প্রশাসনের ক্ষমতাশালী উচ্চপদস্থ কর্মকর্তারা এই মামলায় অভিযুক্ত এবং তাঁরা চণ্ডীগড় পুলিশকে প্রভাবিত করছেন।’ সেই সঙ্গেই তাঁর আশঙ্কা, ‘এই উচ্চপদস্থ, ক্ষমতাশালী কর্মকর্তারা আমাকে এবং আমার পরিবারকে অপমান করার চেষ্টা করবেন। এবং বিভাগীয় বা অন্য কোনওভাবে আমাকে জড়িয়ে ফেলার চেষ্টা করতে পারেন।’

    জানা গিয়েছে, পুরন কুমারের মৃত্যুর দিন অমনীত ছিলেন জাপানে। ফোনে স্বামীর মেসেজ পেয়ে ১৫ বার ফোন করার পরও না পেয়ে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই বাড়ির ভিতরে পুরনের মৃতদেহ আবিষ্কৃত হয়। পুলিশ ইতিমধ্যেই আত্মহত্যার স্থানটির ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করেছে। ফরেনসিক তদন্তকারী দল নমুনা সংগ্রহ করেছে। আর সেই সঙ্গেই সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে উল্লিখিত নাম ও প্রসঙ্গ বিশ্লেষণ করে সম্ভাব্য অভিযোগের বিষয়টি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)