সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধের মাঝেই ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই মন্তব্যের বিরোধিতাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই প্রসঙ্গ নিয়েই মোদির পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বলেন, “ভারতে আসার পর আমি সবকিছুই ইতিবাচক দেখছি। নয়াদিল্লি ক্রমেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। আমরা তাদের এই যাত্রার অংশীদার হতে চাই।”
বুধবার সকালে স্টার্মারের বিমান মুম্বইয়ে অবতরণ করে। বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ করেন মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর এদিন দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদি-স্টার্মার। নাম না করে ট্রাম্পকে কটাক্ষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আসার পর আমি সবকিছুই ইতিবাচক দেখছি। নয়াদিল্লি ক্রমেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। আমরা তাদের এই যাত্রার অংশীদার হতে চাই।” এরপরই মোদির ভূয়সী প্রশংসা করেন স্টার্মার। তিনি বলেন, “২০২৮ সালের মধ্যে মোদি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান। আমি তাঁকে অভিনন্দন জানাই। ২০৪৭ সালের মধ্যে আপনার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।”
প্রাথমিকভাবে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। এরপর রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতর উপর অতিরিক্ত ২৫ শতাংশের শুল্ক চাপান ট্রাম্প। ভারত এবং রাশিয়াকে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশালে লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।’