ফের সীমান্ত পেরিয়ে অন্ধকারে ভারতে অনুপ্রবেশ, ডোমকলে গ্রেপ্তার ৬ বাংলাদেশি
প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
অতুলচন্দ্র নাগ, ডোমকল: ফের সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। ডোমকল মহকুমার পৃথক দু’টি জায়গা থেকে গ্রেপ্তার ৬ বাংলাদেশি। বুধবার গভীর রাতে ডোমকল থানার ভাতশালা ও রানিনগরের হারুডাঙা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশিদের। তাদের থেকে বাংলাদেশি সিম-সহ দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তারা ভারতে অনুপ্রবেশ করল? এদেশে আসার পিছনে তাদের কী উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় মুর্শিদাবাদ ডোমকল থানার পুলিশ। সেই সময় ভাতশালা মোড় থেকে আকাশ শেখ (২০) রবি শেখ ওরফে সৌন শেখ (১৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দু’জনের বাড়ি বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জ এলাকায়। অন্যদিকে রানিনগর থানার পুলিশ সীমান্ত গ্রাম হারুডাঙায় অভিযান চালিয়ে মহম্মদ তরিকুল ইসলাম (৩০), মহম্মদ জসিমউদ্দিন (২৯), মহম্মদ নুর ইসলাম (৩৬) ও মহম্মদ রবিউল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সাহারাগাছি গ্রামে।
পুলিশ জানিয়েছে,কোনও বৈধ কাগজ ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা। পুলিশের দাবি, ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা কাজের খোঁজে ভারতে এসেছে। অবৈধভাবে অনুপ্রবেশের ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, তারা কীভাবে ভারতে অনুপ্রবেশ করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।