অর্ণব দাস, বারাকপুর: পারিবারিক সম্পর্কে টানাপোড়েন! স্ত্রীর সঙ্গে বিবাদ? অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা হালিশহর পুরসভার এক কর্মীর! হালিশহরের রাস্তার ধারে যুবককে আহত অবস্থায় উদ্ধার স্থানীয়দের। সঙ্গে এক মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। তবে ওই যুবকের বাবার অভিযোগ ছেলের উপর অ্যাসিড হামলা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
আহত যুবকের নাম পঙ্কজ পুরী। তিনি হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বেলুড়পাড়ার বাসিন্দা। পঙ্কজ এলাকার তৃণমূল নেতা প্রদীপ পুরীর ছেলে। তিনি নিজেও তৃণমূল কর্মী বলে পরিচিত। বুধবার রাতে জেটিয়া থানার মালঞ্চ রেলগেটের কাছে রাস্তার পাশে ঝোপ থেকে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। ঝোপে অ্যাসিডের বোতল পেয়েছেন স্থানীয়রা। সেই সময় সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। পরে কয়েকজন যুবক আহত পঙ্কজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
এই ঘটনার পর পঙ্কজের স্ত্রী বাড়ি যাননি। নিজের আত্মীয়ের বাড়ি গিয়েছেন বলে খবর। তবে প্রদীপবাবু পুত্রবধূর সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি হননি। তবে ছেলের উপর অ্যাসিড হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
পঙ্কজকে প্রথম আহত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা অজয় ঘোষ। তিনি জানান, সাইকেলে যাওয়ার সময় তিনি ঝোপের মধ্যে পঙ্কজকে দেখতে পান। তিনি বলেন, “ছেলেটিকে ছটফট করতে দেখে দাঁড়িয়ে পড়ি। একটি মহিলা ওঁকে টেনে তোলার চেষ্টা করছিলেন। স্থানীয় দুই যুবককে ডেকে ওকে টেনে তুলি। পরে কয়েকজন এসে ওকে হাসপাতালে নিয়ে যায়। আমার মনে হয় ছেলেটি অ্যাসিড খেয়েছিল। পাশে বোতল ছিল। আমাকে পুলিশ ডেকে ছিল, সমস্তটাই বলেছি।” ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল পেয়েছেন তদন্তকারীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন না কি, অন্য কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।