• বাসের সঙ্গে সংঘর্ষের পর সটান গাছে ধাক্কা ট্রাকের! শালবনিতে আহত অন্তত ২৫
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সম্যক খান, মেদিনীপুর: ভরদুপুরে বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। বাস ও ট্রাকের মুখোমুখি আহত হলেন অন্তত ২৫ জন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সকলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, সকলের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার নেপথ্যে বাস ও ট্রাকের অতিরিক্ত গতিকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় এখনও আতঙ্ক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ।

    বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভাদুতোলা পেরনোর পর চিংড়িশোল নামে একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। চিংড়িশোলে আগে ট্রাফিক পুলিশের আউটপোস্ট ছিল। এখনও সেখানে গার্ডওয়াল রয়েছে। উলটোদিক থেকে দ্রুতগতিতে একটি ট্রাক ওই গার্ডওয়ালে ধাক্কা খায়। এরপর বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। বাসের কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। বাসযাত্রীরা সকলেই কমবেশি আহত হয়েছেন বলে খবর। সঙ্গে সঙ্গে অবশ্য তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হাসপাতালের এক চিকিৎসক জানান, ”চিংড়িশোলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ওখানে পুলিশের একটা পোস্ট ছিল, এখনও গার্ডওয়াল রয়েছে। উলটোদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই গার্ডওয়ালে মেরে বাসে ধাক্কা দেয়। তারপর একটি গাছেও ধাক্কা খায়। বাসের সব যাত্রীই কমবেশি আহত। কারও মাথা ফেটেছে, কারও নাকে-চোখে আঘাত। চিকিৎসা চলছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আপাতত স্থিতিশীল। চিন্তার কিছু নেই।” দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এখান দিয়ে যে কোনও গাড়ি দ্রুতগতিতে যায়। আজও বাস, ট্রাকের গতি বেশি ছিল। তাই এই দুর্ঘটনা ঘটেছে। পথ নিরাপত্তায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলছেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)