• ডিনার টেবিলে গোটা পাকিস্তান ‘গিলে খেলেন’ IAF জওয়ানেরা, ভাইরাল মেনুকার্ড ঘিরে দিনভর চর্চা
    এই সময় | ১০ অক্টোবর ২০২৫
  • খাবারের মেনুতে শুধুই পাকিস্তান। এক একটি খাবার, পাকিস্তানের এক একটি জায়গার নামে। ঠিক সেই জায়গাগুলি, যেখানে ‘অপারেশন সিঁদুর’-এ হামলা করেছিল ভারত। বুধবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি মেনু কার্ড। একাধিক পোস্টে দাবি করা হয়েছে ভারতীয় বায়ুসেনার ৯৩তম বার্ষিকীর অনুষ্ঠানে এমনই মেনু হয়েছে। যদিও এই মেনু নিয়ে বায়ুসেনার তরফে কিছু বলা হয়নি। আদৌ ওই অনুষ্ঠানে এই মেনু ছিল কি না, তার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। কিন্তু প্রবল ভাবে ভাইরাল হয়েছে এই মেনুকার্ডের ছবি।

    মেনুকার্ডের একেবারে উপরে লেখা হয়েছে ভারতীয় বায়ুসেনার নাম ও লোগো। তার নীচে লেখা পদের নাম

    রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশালা

    রফিকিই রাহারা মাটন

    ভোলারি পনির মেথি মালাই

    সুক্কুর শাম সাভেরা কোপ্তা

    সরগোধা ডাল মাখানি

    জেকোকাবাদ মেওয়া পোলাও

    বাহওয়ালপুর নান

    বালাকোট তিরামিসু

    মুজফফরাবাজ কুলফি ফালুদা

    মুরিদকে মিঠা পান

    সোশ্যাল পোস্টে দাবি করা হয়েছে, এয়ারফোর্স ডে বা বায়ুসেনা দিবসে, বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ এয়ার স্টাফের বাড়িতে ডিনার পার্টি হওয়ার প্রথা রয়েছে। সেই প্রথা মেনেই বায়ুসেনা প্রধান এপি সিং-এর বাড়িতে রাতে পার্টি ছিল। সেখানেই সব মিলিয়ে ১০টি পদ ছিল। যার প্রতিটি পাকিস্তানের বিভিন্ন জায়গায় নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের যে যে জায়গায় ভারতীয় বাহিনী হামলা করেছিল, সেই জায়গাগুলির নামে এক একটি পদের নাম রাখা হয়েছিল।

    যদিও বিভিন্ন পোস্টে উল্টো দাবিও দেখা গিয়েছে। একাধিক পোস্টে দাবি করা হয়েছে এটি আদতে ওই অনুষ্ঠানে মেনু কার্ড নয়। যদিও তার ভিত্তিতেও কোনও জোরালো প্রমাণ মেলেনি। একাধিক এআই প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই মেনুকার্ড সত্যি নাকি ভুয়ো, তা স্পষ্ট করা যায়নি। তবে সূত্রের খবর, ওই অনুষ্ঠান যেখানে হয়েছে, তার বাইরে ডিসপ্লে বোর্ডে এই মেনুকার্ড ছিল। তবে ভিতরে ভোজসভায় অন্য মেনু এবং অন্য খাবার ছিল। অনেকে মনে করছেন, ‘অপারেশন সিঁদুর’-এ সাফল্য উদযাপনের জন্যই এমন বন্দোবস্ত। কারণ যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই মেনুকার্ড।

  • Link to this news (এই সময়)