• স্কুলগুলিতে ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে?
    এই সময় | ১০ অক্টোবর ২০২৫
  • শিক্ষক নিয়োগের পরে এ বার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

    ১) ৩ নভেম্বর থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হবে।

    ২) ৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

    ৩) গ্রুপ সি (ক্লার্ক) শূন্যপদ ২৯৮৯টি এবং গ্রুপ ডি-র শূন্যপদ ৫৪৮৮টি।

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবকযুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ।’

    উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মোট ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। শিক্ষকদের কাজে বহাল থাকার কথা বলা হলেও শিক্ষাকর্মীদের জন্য সেই রকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। নতুন করে শিক্ষাকর্মী নিয়োগের ব্যাপারে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

  • Link to this news (এই সময়)