• প্রশান্ত কিশোর কি আদেউ ভোট লড়ছেন? জল্পনা জারি রেখেই ৫১ প্রার্থীর নাম ঘোষণা পিকে-র দলের, তালিকায় প্রাক্তন আমলা-আইনজীবী
    আজকাল | ১০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একসময়ের ভোটকুশলী। ফলাফল ঈর্ষনীয়। একাধিক রাজনৈতিক দলকে নিখুঁট রুট ম্যাপ বানিয়ে ভোট বৈতরণী পার করেছেন তিনি। তবে সাফল্যের চূড়ায় দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন, ভোটকুশলী হিসেবে আর নয়, তিনি এবার সরাসরি রাজনীতির ময়দানে ঝাঁপাবেন। নেতা হয়ে, প্রার্থী হয়ে। দলও গড়ে ফেলেন। জন সূরজ। আগেই বিহারে তাঁর দল ছোট্ট পরীক্ষা দিয়েছে। তবে সামনেই বিধানসভা নির্বাচন যে পিকে-র দলের জন্য অ্যাসিড টেস্ট, তা নিয়ে সন্দেহ নেই। 

    বিহার ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে, পিকে-র দল কোথায় কোথায় প্রার্থী দিচ্ছে? সব আসনে? নাকি ভোট-সমঝোতা হবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে? চীরাগ পাসওয়ানের নামও সামনে আসে। আবার শোনা যায়, প্রশান্ত কিশোর নিজে, দু'টি কেন্দ্র থেকে ভোট লড়বেন। তার মধ্যে একটি কেন্দ্র, যেখানে মুখমুখি লড়াই করবেন তেজস্বী যাদবের সঙ্গে।

    এসব জল্পনার মাঝেই জানা গেল, শুক্রবার বিহার ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে জন সূরজ। মনে করা হচ্ছে, এটি প্রথম প্রার্থী তালিকা। কারণ মাত্র ৫১ জনের নাম রয়েছে তালিকায়। রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। একই সঙ্গে উল্লেখ্য, ৫১ জনের তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী-সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি।  পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন ইউনাভার্সিটির প্রাক্তন ভিসি কেসি সিনহা, যিনি গণিতের উপর তাঁর জনপ্রিয় বইয়ের সিরিজের জন্য বেশি পরিচিত, তিনি পাটনার কুমহরার আসন থেকে পিকে-র দলের প্রার্থী, অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরকে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওয়াইভি গিরিকে মাঝি থেকে প্রার্থী করা হয়েছে, এবং ভোজপুরি অভিনেতা রীতেশ পান্ডেকে কারগাহার আসন থেকে প্রার্থী করা হয়েছে। তালিকায় নিজ নিজ এলাকায় জনপ্রিয় একাধিক চিকিৎসক রয়েছেন।

    পিকে-কে নিয়ে জল্পনা, কারগাহার বা রাঘোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারগাহার আসনটি রোহতাস জেলার অন্তর্গত এবং বর্তমানে কংগ্রেসের সন্তোষ কুমার মিশ্রের দখলে রয়েছে। তিনি বলেন, 'দলের অন্দরে আলোচনা চলছে, এবং যদি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিও নির্বাচনে নামব, তাহলে যেমনটি আমি সেই সাক্ষাৎকারে বলেছিলাম, কারগাহার অথবা রাঘোপুর থেকেই লড়ব।' বিধানসভার বিরোধী দলনেতা এবং রাষ্ট্রীয় জনতা দলের দায়িত্বে থাকা তেজস্বী যাদবের মুখোমুখি হবেন। রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও দেবেন পিকে। বৈশালী জেলার এই আসনটি আরজেডির ঘাঁটি। যা এর আগে আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর দখলে ছিল। এখন সেখানে তেজস্বী প্রতিনিধিত্ব করছেন। গত তিন দশকে, আরজেডি রাঘোপুরে কেবল একটি রাজ্য নির্বাচনে হেরেছে। ২০১০ সালে জেডিইউর সতীশ কুমার যাদব রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন। 

    তবে প্রথম তালিকায় তাঁর নাম নেই। জন সূরজ পার্টির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, তালিকায় তাঁর নাম থাকলেই বোঝা যাবে, তিনি ভোটে লড়ছেন, না লড়ছেন না। যদিও পিকে লড়বেন কি না, লড়লেও এক সময়ের তুখোড় ভোটকুশলী কোন পরিকল্পনা করে রেখেছেন, তা নিয়ে বেশ জল্পনা। অনেকের মতে, তাঁর ফিল্ড ওয়ার্কের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে প্রথম প্রার্থী তালিকাতেই। 
  • Link to this news (আজকাল)