• বন্যায় বড়সড় পরিবর্তন, বদলে গেল উত্তরবঙ্গের গন্ডারের চরিত্র, চিন্তার ভাঁজ আধিকারিকদের কপালে ...
    আজকাল | ১০ অক্টোবর ২০২৫
  • বিভাস ভট্টাচার্য: ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছে উত্তরবঙ্গের জনপদ। জল ঢুকে মানুষের সঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যপ্রাণীদেরও। আশ্রয় খুঁজতে বন্যপ্রাণীরা কেউ ছুটে এসেছে লোকালয়ে আবার কেউ গিয়েছে ভেসে। জলের তোড়ে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকী জলে ডুবে মৃত্যুর পর ভাসতে ভাসতে গন্ডারের দেহ চলে গিয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক এই বন্যায় বন্যপ্রাণীদের মধ্যেও এসেছে স্বভাবের পরিবর্তন। 

    রাজ্য বনদপ্তরের প্রধান সচিব এবং বনবল শীর্ষ (হেড অফ ফরেস্ট ফোর্স) দেবল রায় বলেন, 'এই বন্যায় অন্যতম যে বিষয়টি আমাদের নজরে এসেছে সেটা হল গন্ডারের স্বভাবে পরিবর্তন। দেখা যাচ্ছে গন্ডার জলের কাছে যেতে ভয় পাচ্ছে।' গন্ডার সাধারণত ডোবা বা কাদায় নেমে গড়াগড়ি করতে পছন্দ করে। প্রয়োজনে নদী পার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতেও চলে যায়। কিন্তু রাজ্য বনদপ্তরের প্রধান সচিবের কথায় তারা এখন জলের কাছে যেতেই ভয় পাচ্ছে। রাজ্যের প্রাক্তন বনবল শীর্ষ রবিকান্ত সিনহা এবিষয়ে জানিয়েছেন, 'গন্ডার কাদা বা জল পছন্দ করলেও খরস্রোতা নদী বা বেশি জল সাধারণত এড়িয়েই চলে। ওরা তখনই নদী পার হয় যখন নদীতে জল খুব একটা বেশি থাকে না। ফলে বিষয়টি নিয়ে অবশ্যই গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।' বন্যায় গন্ডারের সঙ্গে হাতি বা হরিণ সমস্যায় পড়লেও এই প্রাণীদের ক্ষেত্রে এরকম কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলেই রাজ্যের বনবল শীর্ষ জানিয়েছেন। 

    একদিকে যেমন গন্ডারের মধ্যে এই পরিবর্তন এসেছে তেমনি জলে ভেসে জঙ্গলে এসেছে প্রচুর পলিমাটি। যা জঙ্গলের উপকার করবে বলেই জানিয়েছেন বনদপ্তরের প্রধান সচিব। তাঁর কথায়, এর ফলে জঙ্গলে ঘাস বা অন্যান্য উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। তবে আরেকটি যে বিষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেটা হল ভুটান থেকে নদীতে ভেসে আসা কাঠের বড় বড় অংশ নিয়ে। নদীতে ভেসে যাওয়ার সময় এই কাঠের ধাক্কায় বেশ কিছু বন্যপ্রাণীর আঘাত লেগেছে বলেই তিনি মনে করছেন। এবিষয়ে পূর্ণাঙ্গ খোঁজখবর চলছে বলেই তিনি জানান। 

    সাম্প্রতিক এই ভয়াবহ বৃষ্টির জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা উত্তরবঙ্গের একাধিক এলাকা। বন্যা এবং তার জেরে ধস, যার জেরে জায়গায় জায়গায় প্রাণ হারিয়েছেন সেখানকার বাসিন্দারা। ধসের পাশাপাশি বন্যাপ্রাণীর আক্রমণেও প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। কোচবিহারে বন্য শূকরের আক্রমণে প্রাণ গিয়েছে দুই ব্যক্তির। যদিও বনদপ্তরের তরফে পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে সঙ্গে হাতির সাহায্যে ওই শূকরটি খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেন বনকর্মীরা।
  • Link to this news (আজকাল)