• খগেন-শঙ্করের উপরে হামলার ঘটনায় হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
    দৈনিক স্টেটসম্যান | ১০ অক্টোবর ২০২৫
  • বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। অনিন্দ্যসুন্দর দাস নামের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। এই মামলায় এনআইএ তদন্তের আর্জি জানানো হয়েছে।

    বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী খগেনদের উপর হামলার ঘটনায় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানানো হয়। মামলা দায়ের করার অনুমতি দেয় বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই মামলায় এনআইএ তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী। পাশাপাশি মামলাকারীর আবেদন, খগেনের উপর হামলার ঘটনায় জনজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার অনুমতি দিক আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এর পরে যে দিন অবকাশকালীন বেঞ্চ বসবে সেই দিনই এই মামলার শুনানি হবে।

    প্রাকৃতিক দুর্যোগের পর জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গত সোমবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁদের লাঠি, জুতো, পাথর নিয়ে উপর হামলা চালানো হয়। এর জেরে খগেন গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক শঙ্করও। বুধবার শঙ্করকে হাসপাতাল থেকে ছাড়া হলেও খগেন এখনও চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার খগেনকে দেখতে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)