ভয় দেখিয়ে সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুট! ধৃত ৪ যৌনকর্মী
প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: ভয় দেখিয়ে পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুট! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শোভাবাজারের সোনাগাছি এলাকায়। দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে বড়তলা থানার পুলিশ। ধৃতদের নাম ইশা দেব, সুইটি বেগম, শর্বাণী ধর এবং ময়না হালদার। জানা গিয়েছে, ধৃত চারজনই পেশায় যৌনকর্মী। শুধুমাত্র ভয় দেখাতেই এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
জানা যায়, প্রথম ঘটনায় বুধবার পুনের এক ব্যবসায়ীকে প্রলোভন দেখিয়ে সোনাগাছিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ধৃত দুই মহিলা ইশা দেব এবং সুইটি বেগম বিভিন্নভাবে তাঁকে ভয় দেখায় বলে অভিযোগ। শুধু তাই নয়, বাড়িতে জানিয়ে দেওয়া হবে? এই বলে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। প্রথম নগদে এবং পরে মোবাইল কেড়ে নিয়ে অনলাইনে টাকা দিতে ধৃত দুই মহিলা জোর করে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। জানা যায়, সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকা ওই ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, বুধবারই আরও এক ব্যক্তির সঙ্গেও একই ঘটনা ঘটে। ঘটনাস্থল সেই সোনাগাছি। জানা যায়, দ্বিতীয় ঘটনায় ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৪৪ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত শর্বাণী ধর এবং ময়না ধর। পৃথক দুটি ঘটনাতেই আলাদাভাবে স্থানীয় বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় চার যৌনকর্মীকে।