সপ্তাহান্তে আংশিক সময়ের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কতক্ষণ চলবে যানবাহন?
প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: চলছে কেবল লাইনের কাজ। সেই কারণে সপ্তাহান্ত অর্থাৎ ১১ ও ১২ অক্টোবর আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। শনি ও রবিবার সকাল এবং বিকেলের বেশ খানিকটা সময় এই সেতুতে যানবাহন চলবে না। নিত্যযাত্রীদের সুবিধার্থে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়েছে যে সেতু বন্ধ থাকাকালীন ঘুরপথে কোথা দিয়ে যানচলাচল হবে।
দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বিয়ারিং বদল হচ্ছে। সেই কারণে আগামী শনি ও রবিবার হাওড়া-কলকাতা যোগাযোগকারী দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল নিয়ন্ত্রণ করার বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ১১ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আর রবিবার, ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও যান চলবে না এই সেতু দিয়ে। তবে ঘুরপথে চলবে যানবাহন। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে তাও উল্লেখ করা হয়েছে। একনজরে দেখে নিন কোনদিকে গাড়ি কোন ঘুরপথে চলবে ?