চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নেবে কলকাতা পুলিশ
আনন্দবাজার | ০৯ অক্টোবর ২০২৫
এ বার চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। প্রায় ২২৫টি পদের জন্য আগামী রবিবার কলকাতার ৫৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। বুধবার তিনি এ বিষয়ে কলকাতা পুলিশের সব ওসি, সহকারী নগরপাল এবং উপ-নগরপালদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকছেন এক জন করে ইনস্পেক্টর। তবে, পরীক্ষা হলে কোনও পুলিশকর্মী ঢুকতে পারবেন না।
এর আগে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার বাদে সাইবার শাখায় এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। কিন্তু এত সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়নি। সূত্রের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন থানায় কাজে লাগানো হবে।
লালবাজার জানিয়েছে, চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য বছর দেড়েক আগে এক বার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে সেই সময়ে নিয়োগ হয়নি। সম্প্রতি সব বাধা কেটে যাওয়ায় ফের তোড়জোড় শুরু হয়। সেই মতো আগের বিজ্ঞাপন দেখে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আবেদনপত্র স্ক্রুটিনি করা হয়েছে। তা থেকেই পরীক্ষার জন্য ২৩ হাজার প্রার্থীকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর।
লালবাজারের এক কর্তা জানান, দুর্নীতি এবং কারচুপি রুখতে পরীক্ষার্থীদের পাসপোর্ট মাপের ছবি এবং সচিত্র পরিচয়পত্র আনতে বলা হয়েছে। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পাসপোর্ট মাপের ছবি এবং স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। তাতে পাশ করলে তবেই মিলবে নিয়োগপত্র।