• ২৫০০ লোকের মুখে ভাত ২০ দিন ধরে, বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে সৌরভ
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ। অসমর্থিত সূত্রে খবর, এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২৭ জন। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য করা হচ্ছে উত্তরবঙ্গকে ঠিক করার জন্য। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। সরকার জানিয়েছে, তারা ভেঙে যাওয়া বাড়ি, রাস্তা বানিয়ে দেবেন। সেই কাজও শুরু হয়েছে। এ বার উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন তিনি।

    সৌরভ গঙ্গোপাধ্যায় ইসকনের সঙ্গে হাত মিলিয়ে সাহায্য পাঠাচ্ছেন। চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ একাধিক সামগ্রী পাঠাচ্ছেন তিনি। জানা গিয়েছে, ত্রাণের পরিমাণ যতটা, তাতে প্রতিদিন আড়াই হাজার মানুষ ২০ দিন ধরে খেতে পারবেন। শুক্রবার ত্রাণের সামগ্রী তুলে দেওয়া হবে ইসকনের হাতে। দ্রুত সেটা বন্যা দুর্গতদের দেওয়া হবে। পরে এই ত্রাণের পরিমাণ আরও বাড়ানো হবে।

    সৌরভ জানান, উত্তরবঙ্গের মানুষ যেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই পরিস্থিতিতে তাঁদের পাশে দঁড়ানোর দরকার, তাই তিনি আর অপেক্ষা না করে পাশে দাঁড়ালেন। কলকাতায় এক অনুষ্ঠান থেকে তিনি সকলকে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন। পাশাপাশি যেই সংস্থার অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন সেই সংস্থার পক্ষ থেকেও উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়।

    এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ। করোনার সময়েও তিনি ইসকনের মাধ্যমে সাহায্য করেছিলেন। একাধিক সংস্থার সঙ্গে মিলে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একটি চাল বিক্রেতা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ৫০ লক্ষ টাকার চাল বিনামূল্যে বিতরণ করেন। এছাড়াও বেলুড় মঠে গিয়ে চাল দান করেন সৌরভ।
  • Link to this news (এই সময়)