• অস্ট্রেলিয়া সফরে রাজনাথ সিং
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ১২ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেলেন ভারতের কোনও প্রতিরক্ষা মন্ত্রী। বৃহস্পতিবার সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টিনি আলবানিজ ও প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন দু’দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজনাথকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী পিটার খলিল। এর পরেই দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হয়। বৈঠকে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি নিয়েও। এই পদক্ষেপের মধ্যে দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন দুই প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি, ২০২৬ সালে আরও বেশি ভারতীয় পড়ুয়াকে অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজে ভর্তি করানোর সিদ্ধান্তও হয়েছে। এদিন বৈঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বোঝাপড়া আরও মজবুত হচ্ছে।’  
  • Link to this news (বর্তমান)