• বিহারে ভোটে জিতলেই প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি: তেজস্বী
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • পাটনা: ভোটমুখী বিহারে ভোটারদের মন জয়ে শুরু হয়েছে প্রতিশ্রুতির প্রতিযোগিতা! ইতিমধ্যে শাসক জেডিইউ-বিজেপি শিবির মহিলাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছে বেকার ভাতাও। পাল্টা সরকারে এলে প্রতিটি পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালু-পুত্র জানিয়েছেন, তাঁদের সরকার ভাতার থেকে কর্মসংস্থানেই বেশি জোর দেবে।

    বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী জানিয়েছেন, বিহারে আরজেডির নেতৃত্বাধীন ইন্ডিয়া শিবির জয়ী হলেই প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সরকার গঠনের ২০ দিনের মধ্যে এ সংক্রান্ত বিশেষ আইন পাশ হবে। আর ২০ মাসের মধ্যে তা বাস্তবায়িত করবে প্রশাসন। বিজেপিকেও নিশানা করেছেন তেজস্বী। তাঁর অভিযোগ, ২০ বছর ক্ষমতায় থেকেও যুবদের হাতে কাজ দিতে পারেনি এনডিএ।

    ২০২০ সালের বিধানসভা ভোটের আগেও একইভাবে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন লালু-পুত্র। এদিন নিজেই সেকথা উল্লেখ করেছেন। সেবার সরকার গঠনের পর উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন তেজস্বী। বৃহস্পতিবার তিনি বলেন, ১৭ মাস মহাগঠবন্ধনের সরকার ছিল। ওই সময়সীমার মধ্যে পাঁচ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান নিশ্চিত করেছিলাম। গোটা পাঁচ বছর পদে থাকলে কতজনের চাকরি হত, তা সকলেই বুঝতে পারছেন। এবার ভোটে জিতলে আর সেই খামতি রাখবেন না বলে আশ্বাস দিয়েছেন আরজেডি নেতা। লালুপুত্রের দাবি,  বিহারে এমন কোনও বাড়ি থাকবে না, যেখানে সরকারি চাকরি নেই।

    ক্ষমতায় টিকে থাকতে এবার বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি মহিলাদেরও আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তেজস্বী বলেন, ৭৫ বছর বয়সি কোনও ব্যক্তিকে বিহারের মানুষ আর মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন না। আমাদের সরকার, বেকার ভাতার থেকে কর্মসংস্থানেই বেশি জোর দেবে। তবে শুধু সরকারি চাকরির প্রতিশ্রুতিই নয়, ভোটপর্ব শুরুর আগে আরও বেশ কিছু ঘোষণা করবে ইন্ডিয়া শিবির।
  • Link to this news (বর্তমান)