পাটনা: আসন্ন বিহার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল প্রাক্তন ‘ভোট কৌশলী’ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। যদিও প্রশান্ত নিজে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বৃহস্পতিবার জন সুরজ পার্টির জাতীয় সভাপতি তথা প্রাক্তন সাংসদ উদয় সিং ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাঁদের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রীতি কিন্নরও রয়েছেন। তিনি গোপালগঞ্জের ভোরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে জেডিইউ নেতা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সুনীল কুমার ওই কেন্দ্রের বিধায়ক। এখন তিনি নীতীশ কুমার সরকারের শিক্ষামন্ত্রী। সপ্তাহ দু’য়েকের মধ্যে বাকি প্রাথীদের নাম ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং সদ্য জন সুরজ পার্টিতে যোগ দিয়েছেন। তিনি জানান, আগামী ১১ অক্টোবর রাঘোপুর থেকে প্রশান্ত কিশোর তাঁর নির্বাচনী প্রচার শুরু করবেন। রাঘোপুর আরজেডির গড় বলে পরিচিত। প্রশান্ত কিশোরের নিশানায় যে বিরোধী ভোট ব্যাঙ্ক, এই সিদ্ধান্ত থেকে সেই ইঙ্গিত মিলেছে। চিরাচরিত রাজনৈতিক নেতাদের পরিবর্তে নয়া মুখ এনে চমক দিয়েছেন প্রশান্ত। তালিকায় রয়েছেন প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে আইনজীবী, চিকিৎসক, অভিনেতা, সমাজকর্মী ও স্থানীয় জন প্রতিনিধি।