নয়াদিল্লি: নবম শ্রেণি থেকে নয়, আরও কম বয়স থেকেই শিশুদের যৌন শিক্ষা দেওয়া উচিত। এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এসংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচীতেও যৌনশিক্ষা থাকার দরকার। যাতে বয়ঃসন্ধিকালের শারীরবৃত্তীয় পরিবর্তন সম্পর্কে শিশুরা জানতে পারে।