• অসমে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • ডিব্রুগড়: আগামী বছর অসমে বিধানসভা ভোট। তার আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন রাজ্য বিজেপির অন্যতম প্রথমসারির নেতা রাজেন গোহাইন। বৃহস্পতিবার তাঁর সঙ্গেই আরও ১৭ জন গেরুয়া দল থেকে ইস্তফা দিয়েছেন। গোহাইন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চার বারের সাংসদ। ফলে তাঁর দলত্যাগ  বিজেপিকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোহাইন দাবি করেছে, অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। কারণ রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার কাছে চিঠি পাঠিয়ে গোহাইন জানিয়েছেন, দলের সদস্যপদ এবং তার সঙ্গে অন্যান্য যে দায়িত্ব তাঁর উপর ছিল, সবকিছু থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। অন্য ১৭ জন মূলত আপার ও সেন্ট্রাল অসমের বিজেপি নেতা। নগাঁও লোকসভা কেন্দ্রে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন গোহাইন। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের মন্ত্রী ছিলেন।
  • Link to this news (বর্তমান)