দেশজুড়ে দূষণ নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য, ‘ন্যাশনাল ক্লিন এয়ার’ প্রকল্পের মেয়াদ এক বছর বাড়াচ্ছে কেন্দ্র
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসছে শীতের মরশুম। এই সময় দিল্লি সহ প্রায় সারা উত্তর ভারতেই বৃদ্ধি পাবে দূষণ। এমনকি গোটা দেশেই কমবেশি দূষণের শিকার হতে হবে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে শীতের মরশুমে তাই দেশব্যাপী দূষণ নিয়ন্ত্রণকেই কার্যত ‘পাখির চোখ’ করছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মসূচি ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর মেয়াদ অন্তত আরও এক বছর বৃদ্ধি করতে পারে মোদি সরকার। সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫-২৬ আর্থিক বছরেই।
সরকারি সূত্রে খবর, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ আর্থিক বছর পর্যন্ত মেয়াদে ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। সাত বছরের কর্মসূচিতে বাজেটে বরাদ্দকৃত অর্থের কতটা খরচ হয়েছে, আপাতত তার হিসেব কষছে সরকার। পাশাপাশি চিহ্নিত করা হচ্ছে বাতাসে দূষণ সৃষ্টিকারী ‘পিএম ১০’-এর মান কিছুটা উন্নত হওয়া শহরগুলিকেও। প্রসঙ্গত, এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ২০ হাজার ১৩০ কোটি টাকা।
‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর আওতায় দেশের মোট ১৩০টি শহরকে চিহ্নিত করেছে কেন্দ্র। এর মধ্যে কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুরের মতো বাংলার কয়েকটি শহরও আছে। ওই সমস্ত শহরে বায়ু দূষণের পরিমাণ পাকাপাকিভাবে কমানোই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। জানা যাচ্ছে, সামগ্রিক কর্মসূচিতে কিছু সুফল মিলেছে ঠিকই। তবে সার্বিকভাবে এহেন কর্মসূচির ফলাফলে সেভাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। আর তাই আরও এক বছর এই কর্মসূচির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে’র আওতায় দিল্লি-এনসিআরের শহরগুলিও রয়েছে। শুধুমাত্র দিল্লি সরকারের ভরসায় না থেকে নিজস্ব কর্মসূচির মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করতে চায় কেন্দ্র।