• মুম্বই হামলা নিয়ে মোদির কটাক্ষের পাল্টা চিদম্বরমের
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: মুম্বই হামলা নিয়ে নরেন্দ্র মোদি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভুল। অত্যন্ত বড় ভুল। ২৬/১১-র হামলায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা জারি। এরইমাঝে মোদিকে পাল্টা জবাব দিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে চিদম্বরম জানান, ২৬/১১ মুম্বই হামলার সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা ভেবেছিল ভারত। এনিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছিল। কিন্তু বিদেশ মন্ত্রক ও একাধিক আধিকারিকদের পরামর্শে প্রত্যাঘাতের সিদ্ধান্ত বদলাতে হয়। সরাসরি হামলার বদলে কূটনৈতিক পথ বেছে নিতে হয়।

    বুধবার নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে এসে সেই মন্তব্যকেই হাতিয়ার করেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, বিদেশি চাপের কাছে নতি স্বীকার করেছিল তৎকালীন ইউপিএ সরকার। তাই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সাহস দেখাতে পারেনি। এরইমাঝে অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক এয়ার চিফ মার্শাল ফলি হোমি মেজরের সাক্ষাৎকার সামনে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, মুম্বই হামলার পর তিন সেনার প্রধানকে প্রধানমন্ত্রীর অফিসে ডাকা হয়। আগে থেকেই বায়ুসেনার প্ল্যান রেডি ছিল। পাকিস্তানে হামলা করার জন্য তৈরি ছিল সুখোই-৩০ এমকেআই। কিন্তু শেষপর্যন্ত সরকারের তরফে অনুমতি মেলেনি। এরপরই বিষয়টি নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। এদিন তার জবাব দিলেন চিদম্বরম। তিনি বলেন, ‘মোদির মন্তব্যের প্রতিটি অংশই ভুল। এটা অত্যন্ত হতাশাজনক। প্রধানমন্ত্রী নিজের মতো কিছু কথা কল্পনা করেছেন আর আমার মুখে বসিয়ে দিয়েছেন।’
  • Link to this news (বর্তমান)