ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী, তালিবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতায় আগ্রহী দিল্লি
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত তালিবান সরকারের সঙ্গে শুধু যে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাই নয়, মিত্রতার বন্ধনেও আবদ্ধ হতে আগ্রহী। সেজন্য ২০২১ সালে তালিবানের ক্ষমতা দখলের পর এতদিন ব্রাত্য থাকা আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে বৃহস্পতিবার অভ্যর্থনা জানাল ভারত। এদিন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সাতদিনের সফরে ভারতে পৌঁছেছেন। কিছুদিন আগে পর্যন্ত তালিবান নেতৃত্বের উপর দেশ ছেড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে ছিল রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা সদ্য মকুব করা হয়েছে। আর তক্ষৎণাৎ সর্বাগ্রে ভারত সফরের সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। কারণ ভারতের বিদেশমন্ত্রীই তালিবান সরকারকে আমন্ত্রণ করেছেন।
বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, তালিবান বিদেশমন্ত্রীকে ভারতের মাটিতে সাদর অভ্যর্থনা জানাই। ভারত ও তালিবান সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক হবে। বিদেশমন্ত্রী এস জয়শংকর বৈঠকে বসবেন মুত্তাকির সঙ্গে। ভৌগোলিক সহযোগিতা, বাণিজ্যিক আদানপ্রদান, ড্রাই ফ্রুটস আমদানি, স্বাস্থ্য পরিষেবায় সহায়তা, বন্দর পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি নানাবিধ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’পক্ষের চুক্তি এবং সমঝোতা সম্পন্ন হবে। মুত্তাকি তালিবান সরকারের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নিয়ে এসেছেন। প্রসঙ্গত, আফগানিস্তানে বন্দর পরিকাঠামোয় মার্কিন আগ্রাসনের প্রয়াসের একযোগে বিরুদ্ধাচারণ করেছে তালিবান সরকার, পাকিস্তান, চীন এবং ভারত। বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। এর পাশে দাঁড়িয়েছে ভারত। অর্থাৎ এই ইস্যুতে ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান একজোট। যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অধ্যায়। আমেরিকাকেও যা অত্যন্ত উদ্বেগে রেখেছে।
মুত্তাকি কাবুল থেকে আসেননি। তিনি দিল্লিতে পা রেখেছেন সোজা মস্কো থেকে। মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়া উত্তরপ্রদেশের সাহারানপুরে মুত্তাকি দেখা করবেন দারুল উলুম দেওবন্দ নেতৃত্বের সঙ্গে। প্রসঙ্গত, মুত্তাকি এই প্রথম তালিবান সরকারের উচ্চপদে নেই। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ছিলেন তৎকালীন তালিবান সরকারের শিক্ষা এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। ওই সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান কাঠমান্ডু থেকে অপহরণ করে কান্দাহার নিয়ে যাওয়া হয়। কান্দাহারে অপহরণকারীদের দাবিমতো মাসুদ আজহারসহ একাধিক জঙ্গিকে মুক্তি দিতে হয়েছিল ভারতকে। সেই সময় তালিবান সরকার ছিল নীরব দর্শক। আজ নতুন তালিবান সরকারের সেই পুরনো মন্ত্রীই ভারতের অতিথি। আমির খান মুত্তাকি। -ফাইল চিত্র