কোকেরনাগ: উপত্যকায় জঙ্গি দমনে লাগাতার অভিযান চালাচ্ছে বাহিনী। তিনদিন আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে দুর্গম পার্বত্য এলাকায় অভিযানের সময়েই নিখোঁজ হয়ে যান দক্ষ এলিট শ্রেণির দুই প্যারাট্রুপার। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁদের খোঁজে টানা তল্লাশি চলছিল। অবশেষে তিনদিন পর নিখোঁজ এক প্যারাট্রুপারের দেহ মিলল কোকেরনাগে। অপরজনের খোঁজে তল্লাশি এখনও জারি। বৃহস্পতিবার সেনাবাহিনীর তরফে একথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিখোঁজ হওয়ার পর কোনওভাবে ধসের কবলে পড়েন ওই প্যারাট্রুপার। তার জেরেই তিনি প্রাণ হারান। সেনার তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া জওয়ানের দেহে রুকস্যাক ও তাঁর অস্ত্র অক্ষত অবস্থাতেই ছিল। তবে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।
ঘটনার দিন তুষারঝড়ের মাঝে দুই প্যারাট্রুপারের সঙ্গে বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু হলেও সেই সময় তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সেনা ও পুলিসের যৌথ অভিযানে একজনের দেহ উদ্ধার করা গেল। দুঃখজনক এই ঘটনার মধ্যেও জঙ্গি দমনে এলাকাজুড়ে টানা তল্লাশি জারি রয়েছে।
এদিনই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা, জম্মু ও কাশ্মীরের পুলিস প্রধান নলীন প্রভাত, সিআরপিএফের ডিজি জিপি সিং এবং বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। পীরপাঞ্জাল রেঞ্জের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মূলত আলোচনা হয় ওই বৈঠকে।