• আইপিএসের আত্মহত্যা: পুলিশ অফিসারদের নামে এফআইআর
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়:  উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে লাগাতার হেনস্তা, জাত তুলে অপমানের অভিযোগ। এর জেরে তুলে মঙ্গলবার নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন হরিয়ানার আইপিএস আধিকারিক ওয়াই পুরন কুমার। এবার সেই ঘটনায় দায়ের হল এফআইআর। সেখানে নাম রয়েছে হরিয়ানা পুলিশের শীর্ষ আধিকারিক শত্রুজিৎ সিং কাপুর ও রোহতক পুলিশের প্রধান নরেন্দ্র বিজারনিয়া সহ আরও অনেকের।

    প্রসঙ্গত,  আত্মহত্যার আগে একটি টাইপ করা ৮ পাতার সুইসাইড নোট লিখেছিলেন ওই আইপিএস আধিকারিক। সেখানে রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। চিঠিতে, রাজ্যের ১০ উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে তিনি জাত তুলে অপমান, পেশাগত হেনস্থা ও প্রশাসনিক নিপীড়নের অভিযোগ তুলেছেন পুরন কুমার। আইপিএস আধিকারিকের স্ত্রীর অভিযোগ, উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ থাকায় এতদিন কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। শেষমেশ দায়ের হল এফআইআর।
  • Link to this news (বর্তমান)