বুলবুলচণ্ডী হাসপাতাল থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত নিকাশি বেহাল, দ্রুত মেরামতের দাবি
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, হবিবপুর: মালদহ-নালাগোলা রাজ্য সড়ক সংলগ্ন নিকাশি ব্যবস্থা বেহাল। মাঝেমধ্যেই নোংরা জল উপচে জমে থাকছে রাজ্য সড়কে। সামান্য বৃষ্টি হলে বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়ছে নর্দমার জল। তাতে বিষাক্ত পোকামাকড়ও থাকছে। হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মালদহ-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচণ্ডী হাসপাতাল মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত এলাকায় এই অবস্থা হয়ে রয়েছে। কালীপুজোর আগে নিকাশি নালা সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা বলেন, ড্রেনের ভেঙে যাওয়া অংশ সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি পূর্তদপ্তরকে লিখিতভাবে জানানো হয়। তাদের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
দেড় বছর আগে মালদহ-নালাগোলা রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ করেছে পূর্তদপ্তর। কাজ করতে গিয়ে এলাকায় ড্রেনের একাধিক অংশ ভেঙেচুরে যায়। এরপর থেকেই ব্যাহত হয়ে পড়ে এলাকার নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেও রাজ্য সড়কের একটা বড় অংশে জল জমে যায়। এতে সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানচালক সহ পথচারীদের। এর পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিষ্টি, চা সহ বিভিন্ন খাবারের দোকান। নোংরা জলে মশা, মাছির উপদ্রব বেড়েছে। ড্রেন পরিষ্কারের বিষয়টি মৌখিকভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আর কয়েক দিন পরেই কালীপুজো। বুলবুলচণ্ডী বাজারে ৪৪ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে পুজো হয়। পুজোকে কেন্দ্র করে বসে মেলা। বিরাট আকারের এই কালী প্রতিমা দেখতে এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ। পুজোর মধ্যে ড্রেনের অবস্থা বেহাল থাকলে দর্শনার্থীদের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন বাসিন্দারা। এনিয়ে মালদহ জেলা পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরদীপ সাহা বলেন, ওই ড্রেন তৈরির ব্যাপারে দপ্তরে প্রস্তাব পাঠানো আছে। অর্থ বরাদ্দ হলে কাজ শুরু করা হবে। নিজস্ব চিত্র