মালদহের ঐতিহ্যবাহী চারু শেঠের মেলা শুরু ১৪ অক্টোবর, জোর প্রস্তুতি
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী ১৪ অক্টোবর থেকে পাঁচদিনের ঐতিহ্যবাহী চারু শেঠের মেলা শুরু হচ্ছে পুরাতন মালদহ শহরের ৫ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর ধারে। দু’শো বছরের পুরনো এই মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ভাঙা মেলা চলে আরও দু’দিন। জেলার ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কাঠের আসবাবপত্র নিয়ে ভিনজেলার ব্যবসায়ীরা চলে এসেছেন। তাঁরা কয়েকদিন নদীর ধারে অস্থায়ী তাঁবু তৈরি করে পসরা সাজানো শুরু করেছেন।
কাঠের আসবাবপত্র বিক্রির জন্য এই মেলার বেশ সুনাম রয়েছে। এই মেলাকে নিয়ে জনশ্রুতিও রয়েছে। আগে মালদহ জেলার প্রাণকেন্দ্র ছিল পুরাতন মালদহ শহর। মহানন্দা নদীর মাধ্যমে বাণিজ্য হতো। চারু শেঠ নামে ওই এলাকায় এক ধনপতি ছিলেন। তাঁর মহানুভবতা এবং অনেক শখ ছিল। হাতির পিঠে চেপে এলাকায় ঘুরে বেড়াতেন। দু
র্গাপুজোর পর এলাকায় কোনও মেলা বা উৎসব হতো না। এনিয়ে সবাই মনমরা হয়ে থাকতেন। তিনি উদ্যোগ নিয়ে এলাকায় মেলার আয়োজন করেন। পরে তাঁর নামেই মেলার নামকরণ হয়।
আগে মেলায় মহানন্দা নদীতে নৌকাবাইচ হতো। এখন তা না হলেও মেলা হয়। কাঠের জিনিসপত্র কিনতে ভিড় জমান জেলা সহ ভিনরাজ্যের মানুষ। বিহার এবং ঝাড়খণ্ড থেকেও লোকজন আসেন আসবাবপত্র কিনতে।
পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেলার অন্যতম উদ্যোক্তা বশিষ্ঠ ত্রিবেদী বলেন, এই মেলা প্রায় দু’শো বছর ধরে চলছে। বেশিরভাগ দোকানে কাঠের আসবাবপত্র বিক্রি হয়।
এক দশক ধরে গঙ্গারামপুর থেকে মেলায় ব্যবসা করতে আসেন রাজকুমার সূত্রধর। তাঁর কথায়, আগে আমার বাবা-ঠাকুরদারা আসতেন। এখন আমরা আসি। বাইরের রাজ্য থেকে ক্রেতা আসে। ভালো ব্যবসা হয়। কলকাতা থেকে এসেছেন ব্যবসায়ী সৌরভ রায়। বলেন, দু’বছর মেলায় আসছি। এবার বিভিন্ন মডেলের সিংহাসন এনেছি। আশা করছি, ভালো বিক্রি হবে। নিজস্ব চিত্র