• বৈধ ভোটার বাদ দিলে প্রতিরোধের পাহাড় গড়বে সিপিএম: মীনাক্ষী
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআরের নাম করে বৈধ ভোটারদের বাদ দিলে প্রতিরোধের পাহাড় গড়বে সিপিএম। বৃহস্পতিবার ময়নাগুড়িতে এমনটাই জানিয়ে দিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। এসআইআরের নামে ঘুরপথে এনআরসি, সিএএ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উত্তরে বিপর্যয়ে  দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এসে এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের চারটি জেলার বহু মানুষের ঘরদোর, নথিপত্র ভেসে গিয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এখন যদি নথি নেই বলে ভোটার তালিকা থেকে দুর্গতদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, চুপ করে বসে থাকব না। বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। 

    গরিব মানুষের নাম কাটা যাবে না। নির্বাচন কমিশন যদি এসআইআরের নামে বাংলায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে, সিপিএম প্রতিরোধের পাহাড় গড়বে। তবে, ভুয়ো, মৃত ও যাঁরা অন্যত্র চলে গিয়েছেন, এমন ভোটারদের নাম বাদ দেওয়ার দাবিতে এদিন সরব হন মীনাক্ষী। বলেন, দলের তরফে ভোটার তালিকা স্ক্রুটিনি করছি। আমাদের বিএলএ’রা কাজ করছেন।
  • Link to this news (বর্তমান)