• মুখ্যমন্ত্রীকে নমস্কার করে দলেই তিরস্কৃত বিজেপি নেতা
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: সৌজন্য দেখানো ‘অপরাধ’! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করে বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস গত দু’দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে দলের নেতা, কর্মী ও সমর্থকের আক্রমণ-কটাক্ষের মুখে পড়ছেন, তাতে সে কথাই যেন প্রতিষ্ঠা পাচ্ছে। নাগরাকাটার সুলকাপাড়ায় দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্গতদের হাতে আক্রান্ত হয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। গত মঙ্গলবার তাঁকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর নমস্কারের জবাবে প্রতি নমস্কার করেছিলেন তিনি। সেই নীলাঞ্জনকে নিয়ে কার্যত ‘গৃহযুদ্ধ’ মালদহ দক্ষিণ জেলা বিজেপির অন্দরে। সোশ্যাল মিডিয়ায় সাংসদ ঘনিষ্ঠ নীলাঞ্জনকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির একাধিক পদাধিকারী এবং সক্রিয় সদস্য। সবার বক্তব্য মোটামুটি এক-দলের সাংসদ আক্রান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীকে সৌজন্য জানিয়ে ঠিক কাজ করেননি নীলাঞ্জন।
  • Link to this news (বর্তমান)