• গোরুমারা থেকে জলঢাকা নদীতে ১৪০ কিমি ভেসে বাংলাদেশে গন্ডারের দেহ!
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোরুমারা থেকে জলঢাকা নদীতে ১৪০ কিমি ভেসে বাংলাদেশে গন্ডারের দেহ! বুধবার বাংলাদেশের কুড়িগ্রামে জলঢাকা নদী থেকে একটি পূর্ণবয়স্ক গন্ডারের দেহ উদ্ধার হয়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও। বাংলাদেশের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় নদীতে ভেসে আসা ওই গন্ডারের মৃতদেহের ছবি পোস্ট করে দাবি করেন, জলের সঙ্গে ভারত থেকে জলঢাকা নদী দিয়ে গন্ডারের দেহটি ভেসে এসেছে। এনিয়ে আলোড়ন ছড়ায়। বৃহস্পতিবার অবশ্য উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, বাংলাদেশের কুড়িগ্রামে যে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে, সেটি গোরুমারা জঙ্গলের বন্যপ্রাণ। জলঢাকা নদীতে প্রবল স্রোতে প্রায় ১৪০ কিমি ভেসে যায় গন্ডারটি। 

    এনিয়ে কয়েকদিন আগের বিপর্যয়ে গোরুমারা জঙ্গলের দু’টি গন্ডারের মৃত্যু হল। দু’টিই জলঢাকা নদীতে ভেসে যায়। একটি গন্ডারের দেহ ময়নাগুড়ির কাছে উদ্ধার হয়। অন্যটির মৃতদেহ উদ্ধার হল বাংলাদেশে। এছাড়াও দুর্যোগের কারণে নদীতে ভেসে গিয়ে ১৪টি হরিণের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে ৮টি বাইসন। হাতি-গন্ডারের জন্য যে তৃণভূমি তৈরি করা হয়েছিল, তারমধ্যে তিনশো হেক্টরের ঘাস একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এছাড়াও জলদাপাড়া জঙ্গলের ভিতরে জলের তোড়ে উঠে গিয়েছে চারটি সেতু। যার জেরে এখনও জলদাপাড়ার অনেক জায়গার সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। এদিকে, এদিনও ময়নাগুড়ির বউবাজার এলাকা থেকে একটি হরিণের দেহ উদ্ধার হয়। খাটোরবাড়ি এলাকায় উদ্ধার হয় মৃত বাইসন। জলের তোড়ে সেগুলি ভেসে এসেছে বলে মনে করছেন বনদপ্তরের আধিকারিকরা। 
  • Link to this news (বর্তমান)