• পিড়াকাটায় হাতির লেজ ধরে টানাটানি, ভিডিও ভাইরাল, শোরগোল
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হাতির লেজ ধরে টান মারছে এক যুবক। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর ডিভিশনের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা এলাকায়। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ পুলিশ, প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই স্থানীয় এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বনকর্মীরা। বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,  রিল‌স বানিয়ে ভাইরাল হওয়ার আশায় হাতিকে উত্যক্ত করা হচ্ছে। গ্রামের কেউ কেউ দামী ফোন কিনছেন হাতির ছবি তুলবে বলে। হাতিকে উত্যক্ত করলেই গ্রেফতার করা হবে। এনিয়ে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিট এলাকায় দু’টি হাতি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দু’’টি হাতির মধ্যে লড়াই শুরু হয়। এরপর দু’’টি হাতিই রাস্তায় চলে আসে। রাস্তায় হাতির লড়াই দেখতে ভিড় জমে যায়। যানচলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ, সেই সময় হাতিকে উত্যক্ত করতে শুরু করে কয়েকজন যুবক। শুরুর দিকে চিৎকার চেঁচামেচি করলেও, পরের দিকে এক যুবক হাতির লেজ ধরে টানতে শুরু করে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে, সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান›। স্থানীয় বাসিন্দা মনোজ সিং বলেন, হাতির লেজ টেনেছে এক যুবক। হাতিটি তাড়া করলে ওই যুবকের প্রাণহানি হতে পারত।. অল্পের জন্য রক্ষা পেয়েছে। ভিডিও ভাইরাল হতেই খোঁজখবর শুরু করে প্রশাসন। মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম বলেন, বিষয়টি নজরে এসেছে। এমন ধরনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। হাতিকে উত্যক্ত করলে বিপদ বাড়বে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)