• খুঁটিপুজোর মাধ্যমে আরামবাগের ত্রিধারা সম্মিলনির জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার আরামবাগে ত্রিধারা সম্মিলনির জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হয়ে গেল ধুমধাম করে। নিষ্ঠার সঙ্গে পুজো ও ঢাকের বাদ্যি বাজিয়ে খুঁটিপুজো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। ত্রিধারা সম্মিলনীর জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম ‘আমি সেই মেয়ে’। মেয়েদের জীবন সংগ্রাম তুলে ধরা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। পুজো কমিটির সভাপতি অনুপকুমার দে বলেন, দুর্গাপুজোর পর আরামবাগবাসীকে জগদ্ধাত্রী পুজোর মাধ্যমেও উৎসবের আনন্দ আমরা দিতে পারব বলে আশা রাখি। সেই জন্য নজরকাড়া থিম ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

    দুর্গাপুজো মিটতেই আরামবাগে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আরামবাগ শহরে ত্রিধারা সম্মিলনীর জগদ্ধাত্রী পুজো অন্যতম। শহরের গৌরহাটি মোড়ে এই পুজোয় প্রত্যেক বছর দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। থিমের পাশাপাশি বাহারি আলো দিয়ে এবারও সাজানো হবে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। 

    পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাকেশ মুখোপাধ্যায় ও দেবাশিস দে বলেন, প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আরামবাগবাসীকে আমরা চমক দিই। এবারও আমাদের জগদ্ধাত্রী পুজো আরামবাগ শহরের দৃষ্টি আকর্ষণ করবে। আমাদের সমাজে একজন মেয়ের জীবন ছোট থেকে বড় পর্যন্ত যেমন কাটে, তা থিমের মাধ্যমে তুলে ধরা হবে। এজন্য পুজো মণ্ডপে থাকবে ছবি, মডেল।

    পুজো কমিটির কোষাধ্যক্ষ সৌর দাস ও রানা সামন্ত বলেন, এবার আমাদের পুজোর বাজেট প্রায় ১৮ লক্ষ টাকা। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের পুজোয় ফি বছর জৌলুস বাড়ছে।

    উদ্যোক্তারা জানিয়েছেন, আরামবাগ ত্রিধারা সম্মিলনীর এবারের জগদ্ধাত্রী পুজো অষ্টম বর্ষে পড়ল। আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে নিবেদিতা হকার্স কর্নারের পিছনে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। উদ্যোক্তারা শুধু পুজো নয় নানা সামাজিক কাজেও নিজেদের ছাপ রাখছে। ২৯ অক্টোবর উদ্বোধনের দিনেই দুঃস্থদের জামাকাপড় বিলি করা হবে। এছাড়া ১ নভেম্বর রক্তদান শিবিরের আয়োজন রয়েছে। পরের দিন বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হবে। চিকিৎসকরা সেদিন বিনামূল্যে পরিষেবা দেবেন। তারসঙ্গে একাধিক ব্যয়বহুল পরীক্ষাও হবে নিখরচায়। 

    পুজো কমিটি জানিয়েছে, এবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নামী শিল্পীদের অনুষ্ঠান হবে। আসবেন খ্যাত নামা টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। তারসঙ্গে পুজোর দিনগুলিতে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান করার সুযোগও দিয়েছেন উদ্যোক্তারা। এবার পুজো উদ্বোধন করবেন আরামবাগেরই ভূমিকন্যা রাজ্যের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অফেয়ার্স-এর চিফ লিগ্যাল অ্যাডভাইসার সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়। পুজো ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে উন্মাদনা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)