• অশোকনগরে বাড়িতে চুরির চেষ্টা, অভিযুক্তকে ধরলেন বধূ
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিক্ষে চাইতে এসে বাড়ির ভিতরে ঢুকে দুটি মোবাইল ও একটি সোনার দুল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল মহিলা। কিন্তু গৃহকর্ত্রী তাকে জাপটে ধরে ফেলেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্পিতা চট্টোপাধ্যায় বাড়িতে কাজ করছিলেন। সকালে এক মহিলা এসে ভিক্ষে চান। অর্পিতাদেবী সেই কথা শোনার পর গিয়েছিলেন পাশের ঘরে। আর বাড়ি ফাঁকা দেখে সটান ঢুকে পড়ে মহিলা। ভিতরে ঢুকে আলমারির উপর রাখা দু’টি মোবাইল হাতানোর চেষ্টা করে। শুধু তাই নয়, পাশে থাকা একটি সোনার দুলও নিয়ে পালানোর চেষ্টা করে সে। অর্পিতাদেবী দূর থেকে বিষয়টি দেখেই চলে আসেন। শুরু করেন চিৎকার। তখনই পালানোর চেষ্টা করে মহিলা। তাকে শক্ত করে জাপটে ধরে ফেলেন অর্পিতা। পরে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে ধরে ফেলে। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়। 

    প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদে ওই মহিলার কাছ থেকে জানতে পেরেছে, তারা বানজারা। তাদের একটি গ্রুপ অস্থায়ীভাবে শিয়ালদহ স্টেশন এলাকায় থাকে। এদিন সকালে ট্রেনে করে তারা অশোকনগরে আসে। অর্পিতাদেবী বলেন, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। তারপর চিৎকার করতে এলাকার মানুষ বেরিয়ে এসে ওকে ধরে। মহিলা আমাকে রীতিমতো মারধরও করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি হাল ছাড়িনি। পুলিশ এসে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে তার গতিবিধিও অবাক করা। আমাদের বলল ‘টাটা-বাই’। অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর বলেন, এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিক্ষার ছলে অনেকেই বাড়িতে প্রবেশ করে এই ধরনের ঘটনা ঘটায়। তাই সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে খবর দিন।
  • Link to this news (বর্তমান)