সংবাদদাতা, বারুইপুর: চায়ের দোকানে কাজ করার সময় কুলতলির তৃণমূলকর্মী সেলিম খাঁ গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পরে কুলতলি থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নুরউদ্দিন মোল্লা। গাজির চক এলাকায় বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে ধরে। পুরনো রাজনৈতিক শত্রুতা থেকেই এই গুলি বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
আহত তৃণমূল কর্মী এখনও কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, অস্ত্রোপচার করে তাঁর গুলি বের করে দিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, গত রবিবার রাতে কুলতলির বৃন্দাবনের খেয়াঘাট এলাকায় সেলিম খাঁ চায়ের দোকানে বসেছিলেন। তখনই তাঁর দিকে চারটি গুলি করে দুষ্কৃতীরা। দু’টি গুলি তাঁর শরীরে লাগে। পুলিশ সূত্রে খবর, ধৃত নুরউদ্দিনের মামা নজরুল। ঘটনার দিন এই নজরুলের নেতৃত্বেই নুরউদ্দিনরা হামলা চালিয়েছিল। নজরুলের দাদা মোজাম তৃণমূল কর্মী। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মোজামকে টিকিট দেওয়া হয়নি। তাই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন। আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ফতেমা বিবি। তাঁর হয়ে সেই সময় প্রচার করেছিলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ। এই কারণেই ক্ষোভ সৃষ্টি হয়েছিল নজরুলের মনে। পরবর্তী কালে মোজাম তৃণমূলে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু তাতেও বাধা সৃষ্টি করেন সেলিম। এইসব রাগ থেকেই সেলিমকে খুন করতে চেয়েছিলেন নজরুল। পুলিশ নজরুল সহ বাকিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে।