• লক্ষ্মীপ্রতিমার নিরঞ্জন ঘিরে বিবাদ, খালনায় অবরোধ
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: লক্ষ্মীপুজোর ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। এই নিয়ে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল জয়পুর থানার খালনা গ্রাম। ঘটনায় দুই ক্লাবের ১২ জন সদস্য আহত হন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ জনতা খালনা-বাগনান রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘণ্টাখানেক চলার পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এলাকায় লক্ষ্মীপুজোর নিরঞ্জন ছিল। পূর্ব খালনা সর্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুজোর শোভাযাত্রা যাচ্ছিল। তখন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় ঢুকে মেয়েদের সঙ্গে নাচতে যায়। পূর্ব খালনা পুজো কমিটির ছেলেরা তাতে বাধা দিলে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। তাতে বেশ কয়েকজন আহতও হন। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও বৃহস্পতিবার সকালে ফের কালীমাতা ক্লাবের ছেলেরা ১০/১২টি বাইকে চেপে এসে পূর্ব খালনার ছেলেদের উপর হামলা চালায়। এরপরেই তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার সঙ্গে তাঁদের ক্লাবের কোনও সদস্য যুক্ত নন বলে দাবি করেছেন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের সদস্য নব সানা। তিনি বলেন, বিসর্জনকে কেন্দ্রে করে একটা ঝামেলার কথা শুনেছি। তবে গ্রামের কোনও ছেলে এর সঙ্গে জড়িত থাকলেও ক্লাবের কোনও সদস্য এর সঙ্গে জড়িত নন। যদিও খবর লেখা পর্যন্ত এই নিয়ে কোনও পক্ষ পুলিশে অভিযোগ করেনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)