সংবাদদাতা, বনগাঁ: ঠাকুরনগর রেল কলোনিতে আগুনে পুড়ে গেল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ওই রাতে এলাকার বাসিন্দা সুমন বালার বাড়িতে কেউ ছিলেন না। কিন্তু ওই বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। সেখান থেকে আগুন ধরে যায় রেললাইনের পাশে থাকা আইসিডিএস সেন্টারেও। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে গোবরডাঙা থেকে দমকলের একটি ইঞ্জিনও আসে। তবে রাস্তা সরু হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে পারেনি। বাধ্য হয়ে দমকল কর্মীদের সঙ্গে এলাকাবাসীরাও বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় ওই বাড়ি এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর সহ স্থানীয় জন প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।