অভিযোগের ৯ দিন পর ‘লঘু’ ধারায় মামলা যাদবপুর থানার
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয়স্তরের নৃত্যশিল্পীর যাদবপুরের ফ্ল্যাটে গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করল যাদবপুর থানা। যদিও লিখিত অভিযোগ দায়ের করার ৯ দিনের মাথায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, ওই ফ্ল্যাটে দুটি জানলার গ্রিল কাটা হলেও কেন ‘বার্গলারি’-র ধারা না দিয়ে অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা দায়ের করল পুলিশ। এনিয়ে কলকাতার ডিসি (এসএসডি) বিদিশা কলিতা জানান, ‘প্রাথমিক তদন্তে যদি দেখা যায়, বার্গলারির ঘটনা ঘটেছে, তবে পরে নতুন ধারা যোগ করা হবে।’ ডিসির এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে লিখিত অভিযোগ দায়ের করার পর গত ৯ দিন ধরে যাদবপুর থানার পুলিশ কী তদন্ত করছিল? পাশাপাশি, থানা এলাকায় ‘বার্গলারি’-র মতো অপরাধ ঘটে গেলেও, যাদবপুর থানার ওসি বিষয়টি লালবাজারে অ্যান্টি বার্গলারি স্কোয়াডকে জানানোর প্রয়োজন মনে করেননি।
ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, সাধারণত, চুরি যাওয়া সামগ্রীর মূল্য ৫ হাজার টাকার বেশি হলে, এফআইআর দায়ের করতে ঊর্ধ্বতন কর্তার অনুমতি নিতে হয় না। কিন্তু যাদবপুরের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ উঠছে।