• সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণা, ধৃত দুই
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বাগুইআটির একটি হোটেল থেকে অভিযুক্ত শুভ্রনীল ভট্টাচার্য এবং তার সহযোগী মিলন প্যাটেলকে গ্রেফতার করা হয়। ব্যবসার কারণে কল্যাণীর এক ব্যক্তি ওই টাকা শুভ্রনীলের কাছে বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ। তিনি কল্যাণী থানায় এনিয়ে অভিযোগও করেছিলেন। পরে সেখান থেকে নারায়ণপুর থানায় এফআইআর পাঠানো হয়। পরে তদন্তে নেমে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে।
  • Link to this news (বর্তমান)