• সাইবার প্রতারণা, ঠাকুরপুকুর থেকে গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বইয়ের এক বাসিন্দার সঙ্গে সাইবার জালিয়াতি। এমন অভিযোগে বুধবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে রূপ শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুলাইয়ে মুম্বইয়ের বাসিন্দা এক মহিলার কাছে একটি ফোন আসে। তাঁকে বলা হয়, কেওয়াইসি না থাকায় তাঁর অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে। মহিলা ঘাবড়ে গিয়ে জানতে চান, কী করতে হবে। তখন তাঁকে বলা হয়, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। তাতে ক্লিক করলেই সমস্যার সমাধান হবে। লিঙ্ক আসার পর তিনি তাতে ক্লিক করেন। আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে মেসেজ আসে, দেড় লক্ষ টাকা উঠে গিয়েছে তাঁর ব্যাঙ্ক থেকে। সঙ্গে সঙ্গেই তিনি অভিযোগ করেন মুম্বই পুলিশের পানভিল থানায়। তদন্তে নেমে পুলিশ দেখে, যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে, সেটি কলকাতার এক ব্যক্তির। কলকাতারই সিম ব্যবহার হয়েছে অ্যাকাউন্ট খুলতে। এরপরই মুম্বই পুলিশের একটি টিম কলকাতায় এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
  • Link to this news (বর্তমান)