নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার রাতে হালিশহরে মালঞ্চ এলাকায় অ্যাসিড আক্রান্ত এক তৃণমূল কর্মীকে উদ্ধার করা হয়। আক্রান্তের নাম পঙ্কজ পুরী। তাঁকে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অ্যাসিড ছোড়ার অভিযোগে স্ত্রী সোনম পুরীকে গ্রেফতার করা হয়েছে। তবে শুধু অ্যাসিড ছোড়ায় নয়, যুবককে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে বলে মনে করছে পুলিশ। পঙ্কজ পুরীর বাবা প্রদীপ বলেন, আমার ধারণা ছেলেকে অ্যাসিড মারা হয়েছে। পুলিশ সমস্ত কিছু তদন্ত করে দেখছে। পঙ্কজ হালিশহর পুরসভায় চাকরি করেন। বেশ কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছে তাঁর। স্ত্রী কয়েক মাস ধরে বাপের বাড়িতে ছিল। এদিন শ্বশুরবাড়ি থেকে তাঁকে নিয়ে আসছিলেন পঙ্কজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্ত্রীর সঙ্গে রাস্তায় ঝামেলা হচ্ছিল পঙ্কজের। অনুমান, তখনই তার উপর অ্যাডিস ছোড়া হয়। মালঞ্চ এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তদন্ত করে দেখছে পুলিশ।