কোচবিহারের পুন্ডিবাড়িতে গন্ডারের আক্রমণে গুরুতর আহত ২। পরে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মী। ঘুম পাড়ানি গুলি ছুড়ে গন্ডারটিকে নিয়ন্ত্রণে আনা হয়। এর পরে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
রবীন্দ্রনগর থানার একটি বাড়ির একতলা থেকে উদ্ধার প্রবীণের পচাগলা দেহ। মৃতের নাম মনোতোষ কুণ্ডু। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কী ভাবে তাঁর মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার ১১ অক্টোবর সকাল পাঁচটা থেকে ন’টা পর্যন্ত এবং রবিবার ১২ অক্টোবর দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত সমস্ত যানচলাচল বন্ধ থাকবে। বিদ্যাসাগর সেতুতে সংস্কারের কাজ চলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
ফের শহরে ইডি তল্লাশি। সূত্রের খবর, একটি ঋণ সংক্রান্ত প্রতারণা মামলাতে এক গয়নার সংস্থার ম্যানেজার, কর্মী এবং হিসাবরক্ষকের বাড়িতে শুক্রবার হানা দেয় ইডি। কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর বাড়িতেও ইডির হানা।
বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজ়ায় শান্তি চুক্তির বিষয়ে সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। ভারতের উপরে বিপুল পরিমাণে ট্যারিফ বোঝা চাপানোর পরে এই কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মত ওয়াকিবহাল মহলের।
শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতাও আর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য থাকছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।