• রাত হলেই ‘সাপ’ হয়ে 'ছোবল' মারতে চায় স্ত্রী! ব্যবস্থা নিচ্ছে না পুলিশ! ভয়ে জেলা শাসকের কাছে হাজির স্বামী!  
    আজকাল | ১০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের সীতাপুর জেলায় ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী নাকি রাতে ‘নাগিন’ রূপ নেয় এবং তাকে তাড়া করে কামড়াতে চায়! ঘটনাটি ঘটেছে সীতাপুরের মাহমুদাবাদ তহসিলের লোধাসা গ্রামে। অভিযোগকারী ব্যক্তির নাম মেরাজ, যিনি বিষয়টি নিয়ে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দের কাছে অভিযোগ জানিয়েছেন।

    ঘটনাটি প্রকাশ্যে আসে গত ৪ অক্টোবর ‘সমাধান দিবস’ বা জনঅভিযোগ নিষ্পত্তি দিবসে। সাধারণত এই দিনে মানুষ বিদ্যুৎ, রেশন কার্ড বা রাস্তা-ঘাট সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে আসে, কিন্তু মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে যান।

    মেরাজ জানান, “আমার স্ত্রী নাসিমুন মানসিকভাবে অস্থির। সে রাতে নাগিনের মতো আচরণ করে, হিসহিস শব্দ করে এবং আমাকে কামড়াতে তাড়া করে। কয়েকবার সে আমাকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু আমি সময়মতো জেগে উঠেছি।” তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় থানায় একাধিকবার জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তাই বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

    আরও পড়ুন:  ষাঁড়কে খোঁচানোর 'শখ', নিমেষে শিংয়ে তুলে আছাড়! ভাইরাল হাড়হিম করা ভিডিও

    জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মাহমুদাবাদ এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন। মানসিক নির্যাতনের দিকটিও বিবেচনা করা হচ্ছে।”

    এদিকে, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেক ব্যবহারকারী রসিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টের নিচে। কেউ লিখেছেন, “তুমি নাকি তার নাগমণি লুকিয়ে রেখেছো?” আবার কেউ মজা করে বলেছেন, “তাহলে আপনিও কোবরা হয়ে যান!” কেউ কেউ বলছেন, “এই ব্যক্তি তো ভাগ্যবান, জীবনে শ্রীদেবী পেয়েছেন।” উল্লেখ্য, অভিনেত্রী শ্রীদেবী ১৯৮৬ সালের জনপ্রিয় ছবি নাগিনা-য় এক রূপান্তরিত নাগিনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

    বর্তমানে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে। মেরাজ লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন যে, তার স্ত্রী ইতিমধ্যেই তাকে একবার কামড়েছে এবং প্রায়ই রাতে নাগিনে রূপ নিয়ে তাকে তাড়া করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন হলে চিকিৎসাগত ও মানসিক মূল্যায়নও করা হবে। সীতাপুরের এই ‘নাগিন কাহিনি’ এখন গোটা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
  • Link to this news (আজকাল)