আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের মেঘ কাটতে চলেছে? গাজায় শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহগুলিতে আরও তৎপরতার ইঙ্গিত দিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনায় অর্জিত ভাল অগ্রগতি নিয়েও পর্যালোচনাও করেছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট।"
গাজায় প্রথম দফায় সংঘর্ষবিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল ও হামাস। এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসাও করেছিলেন তিনি। বলেছিলেন, "এটা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রতিচ্ছবি।"
বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, দু'বছরের সংঘাতে ইতি টেনে হামাস ও ইজরায়েল বন্দিদের মুক্তি দিতে সম্মত হয়েছে। ২০ দফা যে শান্তি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, তার অধিকাংশই মেনেছে হামাস। শান্তিচুক্তির প্রথম ধাপ এটা।
শান্তি চুক্তি অনুসারে, ইজরায়েল- গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এছাড়া শত শত প্যালেস্তেনীয় বন্দিকে মুক্তি দেবে। চুক্তিতে গাজায় সাহায্যের বৃদ্ধির উল্লেখ রয়েছে। উল্লেখ্য গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, চুক্তিকে মান্যতা দিয়ে তারা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দ্বারা শাসন করারও আহ্বান জানানো হয়েছে, যদিও আলোচনায় এই বিষয়গুলি এখনও সমাধান করা হয়নি।
জানা গিয়েছে, আগামী রবিবার ট্রাম্পের জেরুজালেম সফরের সম্ভাবনা রয়েছে। তিনি মিশর, এমনকী গাজায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।