• দুটি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, নিয়ে আসা হল কলকাতায়...
    আজকাল | ১০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। গুরুতর জখম হয়েছেন মোট ৬ জন। প্রত্যেককেই উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রাতে পরিস্থিতির অবনতি হওয়ায় কারামন্ত্রীর বোন শর্মিষ্ঠা ঘোষকে বীরভূম থেকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। এই বিষয়ে চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, 'কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পর আমরা রোগীর শারীরিক অবস্থা জানতে পারব।' 

    সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন ও তাঁর ভগ্নিপতি-সহ পরিবারের চার-পাঁচজনকে নিয়ে একটি চার চাকার গাড়িতে বীরভূমের চিনপাইয়ের দিকে যাচ্ছিলেন। সেইসময় অপরদিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    সংঘর্ষের অভিঘাতে দুটি গাড়িই উল্টে যায় এবং ভেতরে থাকা সকলেই আহত হন। ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহতদের মধ্যে রয়েছেন শেখ আজাদ, গৌতম ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, কল্যাণী ঘোষ, বরুণ চ্যাটার্জি, অরুণ গোস্বামী এবং দোলন মুখার্জি।

    তাঁদের সকলকেই স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শর্মিষ্ঠা ঘোষকে কলকাতায় নিয়ে আসা হয়। পাশাপাশি মন্ত্রীর ভগ্নিপতি-সহ আরও কয়েকজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে গাড়ির অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। তবে কারও প্রাণহানির খবর নেই। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

    ঘটনার পর রাজনৈতিক মহলেও গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে। এসআরডিএ-র চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা সকলেই তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং মন্ত্রীর পাশে রয়েছি।'

    পাশাপাশি আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে অনুযায়ী জানা গিয়েছে। জেলার আরেক নেতা এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার বার্তা দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

    তিনি বলেন, 'চন্দ্রনাথদা আমাদের জেলার অন্যতম প্রবীণ নেতা। তাঁর পরিবারের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। জেলা পরিষদ প্রয়োজনে যে কোনও ধরনের সহায়তা করবে।' জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জানা গিয়েছে, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে । দুর্ঘটনার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকাজুড়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। 

    তিনি বলেন, পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত, তবে চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। জেলার মানুষ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁর পরিবারের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ঘটনার কথা জানতে পেরে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষও উদ্বেগ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
  • Link to this news (আজকাল)