• CEO-র নাম না করে বিস্ফোরক মমতা, CM-এর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৫
  • এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ করেছিলেন গতকাল। আর তারপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর বক্তব্য, সিইও-এর বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ এনেছেন মমতা। এই আবহে তাঁর আর্জি, নির্বাচন কমিশন পদক্ষেপ করুক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এই আবহে শুক্রবার সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়াদের।

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, 'গভীর উদ্বেগের সঙ্গে আমি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। সিইও-এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, দুর্নীতির অভিযোগ এনেছেন।'

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাজ্যের সরকারি কর্মকর্তাদের 'হুমকি' দিচ্ছেন এবং বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই 'রাজনৈতিক প্রভাবে কাজ করছেন'। ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টি আগুন নিয়ে খেলা করছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটার তালিকা হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা হবে। পশ্চিমবঙ্গ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচন কমিশন রাজ্য সরকারের আধিকারিকদের হুমকি দিচ্ছে। আমরা এটা সহ্য করব না।'

    তৃণমূল কংগ্রেস প্রধান বিস্ময় প্রকাশ করেছেন, ভোটের তারিখ ঘোষণার আগে রাজ্যে সফররত নির্বাচন কমিশনের আধিকারিকরা কীভাবে সরকারি আধিকারিকদের তলব করতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকি করা নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে 'অনেক অভিযোগ' রয়েছে। মমতা বলেন, 'একটা কথা আছে না বাঁশের চেয়ে কঞ্চি বড়। এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তিনি নিজেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং এসআইআর-এর অজুহাতে ভোট কাটার ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে। আশা করি, তিনি দেশ ও গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। এই এসআইআর আসলে তেমন নয়। পশ্চিমবঙ্গে এনআরসি -এর মতো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এটি একটি পর্দা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)